জুমবাংলা ডেস্ক : ঢাকার পূর্বাচলে নির্মিতব্য শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্রের প্রক্রিয়া বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, টেন্ডার প্রসেসটা কালকেই লাস্ট ডেট ছিল। সেটা ক্যান্সেল করেছি আমরা, সর্বসম্মতিক্রমে।
এছাড়া, বোর্ডের অর্থনৈতিক বিষয়াদি নতুন করে অডিট করাতে চায় নতুন দায়িত্বপ্রাপ্তরা।
বোর্ড সভাপতি জানান, তারা একটি স্বাধীন এবং সুপরিচিত অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।