যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী নিয়ে আলোচনা করতে তাহলে অনেকেই আমাজন নদী বা নীল নদের কথা তুলে ধরবে। তবে দুনিয়ার সবথেকে ছোট নদীর কথা জিজ্ঞাসা করা হলে বেশিরভাগ মানুষ উত্তর দিতে পারবে না। আজকের আর্টিকেলে পৃথিবীর সবথেকে ছোট পাঁচটি নদীর কথা উল্লেখ করা হবে।
রেপ্রুয়া নদী
পূর্ব ইউরোপের দেশ জর্জিয়ায় এ নদী অবস্থিত। দৈর্ঘ্যের কথা বিবেচনা করলে এটি পৃথিবীর সবথেকে ছোট নদী। নদীটির দৈর্ঘ্য মাত্র ১৮ মিটার। রেপ্রুয়া নদীটি কৃষ্ণসাগরে পতিত হয়েছে।
তাম্বোরাসি নদী
পৃথিবীর দ্বিতীয় ছোট দৈর্ঘ্যবিশিষ্ট নদী হচ্ছে তাম্বোরাসি নদী। এটি মাত্র ২০ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রশস্ত। আপনার বিশ্বাস না হলেও নদীটির পানির রং সবুজ বর্ণের এবং বেশ সচ্ছ। পর্যটকদের কাছে এ নদীটির বিশেষ গুরুত্ব রয়েছে।
কোভাসেলভা নদী
তালিকার ৩য় অবস্থানে কোভাসেলভা নদী অবস্থিত। কোভাসেলভা নদী ইউরোপের নরওয়েতে অবস্থিত। আপনি জানলে অবাক হবেন যে, এই নদীটার দৈর্ঘ্য মাত্র ২২ মিটার। নদীটি শেষ পর্যন্ত নরওয়েন সাগরে পতিত হয়েছে। নদীর পানি বেশ স্বচ্ছ হলেও অনেক ঠান্ডা।
ওম্বলা নদী
ছোট দৈর্ঘ্য বিশিষ্ট নদীর তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে এ নদীটি। এটি ক্রোয়েশিয়া রাষ্ট্রের উত্তর পূর্বে অবস্থিত। নদীটি মাত্র ৩০ মিটার দীর্ঘ। নদীটি পরবর্তী সময়ে এড্রিয়াটিক সাগরের পতিত হয়েছে। নদীটির দৃশ্য এতই মনমুগ্ধকর যে দূর-দুরন্ত থেকে পর্যটকরা এখানে এসে ভিড় করেন।
জেজারনিকা নদী
নদীটি ওয়াইল্ড হ্রদ থেকে উৎপন্ন হয়ে সবশেষে এড্রিয়াটিক সাগরে পতিত হয়েছে। নদীটি আকারে ছোট হলেও এটি সেখানকার বাস্তুসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ভরা মৌসুমে অর্থাৎ বর্ষায় নদীটিতে প্রতি সেকেন্ডে ৬০ ঘনমিটার পানি প্রবাহিত হওয়ার রেকর্ড রয়েছে। জেজারনিকা নদী স্লোভেনিয়ার ইদ্রিজা শহরের নিকটে অবস্থিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।