পৃথিবীর সঙ্গে চাঁদের সেলফি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০১৫ সালে পৃথিবী থেকে দশ লাখ মাইল দূরে মহাকাশে স্থাপন করা হয়েছে নাসার ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি। সংক্ষেপে যার নাম হলো DSCOVR। এটি রয়েছে পৃথিবী থেকে সূর্যের মাঝামাঝি একটি বিশেষ অবস্থানে। এই স্থানটির নাম হলো ল্যাগ্রঞ্জ পয়েন্ট।

এই সুদূর স্থান থেকে DSCOVR মহাকাশের আবহাওয়ার খোঁজখবর নিচ্ছে। বিশেষত সম্ভাব্য সৌরঝড়ের আগাম খোঁজখবর পৃথিবীতে পাঠানোই এর প্রধান কাজ। এসব জিও ম্যাগনেটিক ঝড়ের কারণে পৃথিবীর টেলি যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। সেজন্য এসব সৌরঝড়ের আগাম তথ্য পেলে প্রকৌশলীরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।

এছাড়াও DSCOVR এর মধ্যে বসানো রয়েছে খুব শক্তিশালী একটি ক্যামেরা যার নাম হলো আর্থ পলিক্রোমেটিক ইমেজিং খ্যামেরা বা এপিক। এই ক্যামেরার কাজ হলো প্রতি ঘণ্টায় পৃথিবীর দুটো করে হাই রেজুলেশন ছবি তুলে নাসার কাছে পাঠিয়ে দেওয়া। মজার ব্যাপার হলো, এসব ছবি তোলার সময় মাঝে মাঝে পৃথিবীর সাথে চাঁদের ছবিও চলে আসে। এখানে দেখুন পৃথিবীর সাথে চাঁদের সেলফি।

এই ছবিতে সুন্দর পৃথিবীর পাশে চাঁদ একটি নিষ্প্রাণ এবং মৃত উপগ্রহ, সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে চাঁদের অপর পিঠ দেখা যাচ্ছে, এ পিঠটি পৃথিবী থেকে দেখা যায় না।

নাসার একটি ওয়েব সাইট রয়েছে, যেখানে যেখানে ক্যামেরা থেকে পাওয়া ছবিগুলো আপলোড করা হয়। আপনাদের এ ব্যাপারে আগ্রহ থাকলে এই ওয়েবসাইটে গিয়ে ছবিগুলো দেখতে পারেন। দেখবেন কি অপূর্ব সুন্দর একটি নীল গ্রহে আমরা বসবাস করি।

এই গ্রহটির পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।
সূত্র: নাসা