‘পৃথিবীর সুন্দরতম বিচ্ছেদ’; ভক্তরা বলছেন, আরেকটু ভেবে দেখার কথা

‘পৃথিবীর সুন্দরতম বিচ্ছেদ’, ভক্তরা বলছেন আরেকটু ভেবে দেখার কথা

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নাস ডেইলির সঙ্গে ডিয়ার অ্যালাইনের সম্পর্ক ভেঙে গেছে। জনপ্রিয় এই জুটির ছয় বছরের সম্পর্ক ছিল। এক ভিডিওর মাধ্যমে নিজেই এই খবর ভক্তদের জানিয়েছেন তারা।

‘পৃথিবীর সুন্দরতম বিচ্ছেদ’, ভক্তরা বলছেন আরেকটু ভেবে দেখার কথা

শেয়ার করা ভিডিওতে সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন মুহূর্ত জুড়ে দেয়া হয়েছে। নাস জানিয়েছেন, প্রায় ১৩ মিনিটের এই ভিডিওটি তার শেয়ার করা সবচেয়ে দীর্ঘ ভিডিও।

সম্পর্কের ভালো সময় ও খারাপ সময়গুলো ভিডিওতে তুলে ধরেছেন তারা। বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়ানোর ভিডিওর পাশাপাশি শেয়ার করেছেন ঝগড়া ও খারাপ কিছু মুহূর্তগুলোও। জানিয়েছেন কেন তাদের সম্পর্কটি টিকলো না।

অ্যালাইন জানিয়েছেন, নাসের কাছ থেকে যতটুকু মনোযোগ ও সংযোগ তিনি চাইছেন, সেটি পূরণ করতে পারছিলেন না নাস। নাস সবসময় তার কোম্পানি নিয়েই ব্যস্ত। নাস বলেন, ব্যস্ততার কারণে তিনি নিজের খেয়াল রাখার সময়ও পান না। একারণেই সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভিডিওর এক পর্যায়ে নাস বলেন, ‘অ্যালাইন ও আমি ভালো বন্ধু হিসেবে থাকবো। আমাদের কোনো অনুশোচনা নেই।’

জনপ্রিয় এই জুটির সম্পর্ক ভেঙে যাওয়ায় মন ভেঙে গেছে ভক্তদের। কমেন্ট বক্সে অনেকেই তাদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। কেউ বলছেন, ‘এটি পৃথিবীর সুন্দরতম বিচ্ছেদ’। কেউ কেউ আবার ‘আরেকটু ভেবে দেখার কথা বলছেন। আবার কিছু ভক্ত মনে করছেন এটা ‘পাবলিসিটি স্টান্ট’।

বাংলাদেশী তরুণ জনগোষ্ঠীর একটা বিশাল অংশ সময় ব্যয় করে ফেসবুকে ভিডিও কন্টেন্ট দেখে। ভিডিও নিয়ে এই উন্মাদনার যুগে বর্তমানে সবচেয়ে জনপ্রিয়, তথ্যমূলক ও অনুপ্রেরণাদায়ক কোনো ফেসবুক ভিডিও পেজের কথা যদি বলা হয়, তাহলে শুরুর দিকেই থাকবে নাস ডেইলি।

নাস ডেইলির প্রকৃত নাম নুসায়ের ইয়াসিন। ইসরায়েলের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান শহর আরাবায় বেড়ে উঠেছেন তিনি।

সূত্র: মাস্ট শেয়ার নিউজ