পৃথিবী বদলে যাবে, মানেন আর না মানেন


আবদুন নূর তুষার : পৃথিবী বদলে যাবে।

মানেন আর না মানেন।

মধ্যপ্রাচ্যে কি হতে পারে কেবল সেটা বিবেচনায় নেন।

তেলের ব্যবহার কমে যাওয়াতে তেলের দামের পতন হবে।

তেলের দাম কমা মানে ডলারের দাম কমে যাওয়া।

কারন ডলারের যে কয়েকটা গ্যারান্টর তার একটা হলো তেলের দাম ও মজুদ। ডলার ছাড়া তেল কেনা বেচা করা যায় না।

তেলের দাম কমলে তাদের আয় কমবে। ব্যয়তো কমবে না।

পর্যটন ব্যবসায় ধ্বস নেমেছে। এটা চলতে থাকলে এয়ার বিএনবি, কায়াক, এক্সপেডিয়া, বুকিং ডট কম সব ধরা খেয়ে যাবে.. হোটেল রেস্তোরা সব বন্ধ হতে শুরু করবে। উবার থাকবে না, ট্যাক্সিক্যাব কমে যাবে, স্ট্রিটফুড কমে যাবে।

হজ্জ করার জন্য তিনভাগের একভাগ লোক যেতে পারবে , কারন সামাজিক দূরত্ব।

দুবাই , বাহরাইন জাতীয় আনন্দ নিবাসগুলিতে ক্রেতা না থাকায় মার্কেটগুলি ধরা খাবে। বার ও মুজরা কমে যাবে।

সেখানে রিয়াল এস্টেটের মূল্য পতন হবে। বড় বড় কোম্পানী লালবাতি জালাবে।

ব্যাংক লোন ফেরত আসবে না। ডিফল্টার বাড়বে। নিলামে ক্রেতা থাকবে না।

উন্নয়ন কর্মকান্ড ধীর হয়ে যাবে।

আমেরিকা তারপরেও তার অস্ত্র কিনতে এদের বাধ্য করবে। প্রয়োজনে দীর্ঘমেয়াদী ধার দেবে। আবার মধ্যপ্রাচ্য দরিদ্র হতে শুরু করবে।

মারামারি, যুদ্ধ বিগ্রহ করতেই থাকবে।

মানুষের প্রয়োজন কমে যাবে। প্রবাসী কর্মীদের তারা চাকরিচ্যুত করবে। তারা দলে দলে দেশে ফিরতে শুরু করবে।

কন্স্ট্রাকশন কমে যাবে। সিমেন্ট রডের চাহিদা কমে যাবে। গাড়ী বিক্রি কমে যাবে।

তাদের এয়ারলাইন্স ও এয়ারপোর্টগুলো ক্ষতির স্বীকার হবে। বন্ধ হবে। লোকজনের চাকুরী যাবে।

আমদানী কমে যাবে।
তাদের ওখানে শিল্প কারখানা তেমন নাই। তাদের দেশে বিদেশী শ্রমিকনির্ভরতা কমাতে গিয়ে জনগণকে দেয়া নানা সুবিধা কমাতে হবে ও নিজের দেশের লোককে কাজে পাঠাতে হবে।

মানুষ অস্থির হয়ে উঠবে। তারা দলে দলে বের হয়ে আসবে ও করোনাতে আক্রান্ত হয়ে মরতে শুরু করবে।

তারপর সামাজিক অস্থিরতা শুরু হবে।

তখন বহু রাজা গজা যারা মধ্যপ্রাচ্যে গায়ের জোরে বসে ছিলেন তাদের পরিবারে অধিকতর বুদ্ধিমান ও পড়াশোনা জানা লোকেরা দায়িত্ব নিতে শুরু করবে।

তাদের ওখানে বহু তরুন রাজা গজা দেখা যাবে।

সেখানে কেএফসি, ম্যাকডোনাল্ডসও বন্ধ হতে শুরু করবে।

মহামূল্যবান সোনা গয়না ও হীরা মোতির বিক্রি কমবে।

খেজুরভিত্তিক অর্থনীতিতে ফিরে যাওয়া অত সোজা নয়।

বিশ্বায়ন এর পতন হয়ে যাবে যদি কোভিড নিয়ন্ত্রণ করা না যায়।

বিশ্ব বাজার ব্যবস্থা ধ্বসে পড়ে যাবে।

ফলে করোনা বহু ক্রাউন ফেলেও দিতে পারে।

টিকে যাবে কেবল তারা যাদের শিক্ষা আছে। মানুষ আছে সুশৃংখল আর যাদের মনে যুুক্তিবোধ আছে। যারা বিজ্ঞান বোঝে ও যেখানে ঐক্য আছে।

সূত্র : লেখকের টাইমলাইন থেকে নেওয়া।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *