জুমবাংলা ডেস্ক: মানিকগঞ্জে হাটে পেঁয়াজের দামে আগুন। গত সপ্তাহে যে পেঁয়াজ প্রতি মণ ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে, তা চলতি সপ্তাহে ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা বিক্রি হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) মানিকগঞ্জের বরংগাইলে সরেজমিনে দেখা যায়, তীব্র দাবদাহ উপেক্ষা করে সেখানে বসেছে পেঁয়াজের হাট। ঈদ উপলক্ষে পেঁয়াজের চাহিদা বেশি থাকায় পাইকার ও ক্রেতাদের ভিড় বেড়েছে।
তবে হাটে পেঁয়াজের সরবরাহ ভালো থাকলেও দামে নেই স্বস্তি। সপ্তাহ ব্যবধানে প্রতিমণ পেঁয়াজের দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত।
এতে বেকায়দায় পড়েছে ক্রেতারা। পেঁয়াজের দামে নাভিশ্বাস এক ক্রেতা বলেন, ‘বর্তমানে পেঁয়াজের বাজার আগের তুলনায় ১৫০ টাকা বেশি। এভাবে দাম বাড়ায় আমাদের মতো শ্রমজীবী মানুষের খুব কষ্ট হয়ে গেছে। আগে একটু কম ছিল, এখন বাড়ছে।’
আরেকজন ক্রেতা বলেন, ‘এখন বাজারে পেঁয়াজের মণ ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা। এতে আমাদের মতো মানুষের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে উঠেছে।’
এ হাটে গত সপ্তাহে যে পেঁয়াজ প্রতি মণ ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে, তা চলতি সপ্তাহে ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা বিক্রি হয়েছে।
এদিকে কৃষকদের দাবি সারসহ সব ধরনের কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বাজারে পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। এক কৃষক বলেন, ‘সার-কীটনাশকসহ সব ধরনের কৃষি উপকরণের দাম বাড়তি। কিন্তু আমরা কৃষকরা উৎপাদন খরচের তুলনায় দাম পাচ্ছি না। সবকিছুর দাম বাড়তি, শুধু ফসলের দাম নেই।’
উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল সাপ্তাহিক পেঁয়াজের হাটে প্রতি সোমবার ১৩ থেকে ১৪ হাজার মণ পেঁয়াজ বেচাকেনা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।