গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীসহ বিভিন্ন বাজারগুলোতে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই বাজারগুলো পেঁয়াজশূন্য হয়ে পড়ে। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম বেশি ছিল। তবে পেঁয়াজ কিনতে না পেরে খালি হাতে অনেক ক্রেতা বাড়ি ফেরেন। পেঁয়াজের এমন সংকটে দিশেহারা ভোক্তারা।
শনিবার মহানগরের টঙ্গীর সফিউদ্দিন সরকার মার্কেট, চেরাগ আলী মার্কেট,হোসেন মার্কেটের খুচরা দোকান গুলোতে কোন পেয়াঁজ নেই।
প্রশাসনের বেঁধে দেয়া দরে কেউ পেঁয়াজ বিক্রি করতে চাইছে না। দোকানদাররা জানান, প্রশাসনের কড়া নজরদারির কারণে তারা বেশি দামে পেঁয়াজ পাইকারী বাজার থেকে এনে খুচরা বিক্রয় করতে পারছিনা। বেশি দাম চাইলে ক্রেতারা পুলিশ বা প্রশাসনের লোকজনকে ফোন করে আনেন।
দোকানদাররা বলছেন, প্রতি কেজি পেঁয়াজ পাইকারী বাজর থেকে ১৯০ টাকা দরে কিনতে হচ্ছে। অথচ ভ্রাম্যমাণ আদালত ১৭০ টাকা কেজি দরে বিক্রির নির্দেশ দিচ্ছেন। এ কারণে বাধ্য হয়ে পেঁয়াজের বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। বিক্রেতাদের অভিযোগ, বাজারে পেঁয়াজ একেবারে কম। ভ্রাম্যমান আদালতের ভয়ে কেউ পেঁয়াজ বিক্রি করছে না।
চেরাগআলী মার্কেটের দুয়েকটি দোকানে ২০০-২২০ টাকা কেজি দরে দেশী পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। সফিউদ্দিন সরকার মার্কেটের ৩০টি খুচরা দোকানের একটিতেও শনিবার দুপুর পযর্ন্ত কোন পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়নি। ক্রেতারা বাজার থেকে সকল বাজার নিলেও পেয়াজঁ ছাড়াই বাজারের ব্যাগ হাতে ফিরছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খুচরা বিক্রেতা বলেন, প্রশাসনের চাপাচাপির কারণে কেউ ঝুঁকি নিচ্ছে না। তবে টঙ্গী কলেজ গেট এলাকায় স্বপ্ন এর দোকানে দেশি পেয়াঁজ ১৭০ টাকা ও বিদেশী পেয়াঁজ ১৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
গাজীপুরের জেলা প্রসাশক এস এম তরিকুল ইসলাম জানান, পেয়াঁজের বাজার স্বাভাবিক না হওয়া পযর্ন্ত বাজার মনিটরিং চলবে। বাজারে কোন অবস্থাতেই বেশি দামে পেয়াঁজ বিক্রি করা চলবে না, করলেই জেল জরিমানা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।