Advertisement
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী আবারও বলেছেন পেঁয়াজের বাড়তি দামের বোঝা আরও কিছুদিন সইতে হবে। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে লেদারটেক বাংলাদেশের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, পেঁয়াজের বাজার শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
বাণিজ্যমন্ত্রী মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের বেশি দাম নিচ্ছেন। তবে সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
টিপু মুনশি আরো বলেন, এবারের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আমদানি নির্ভর না থেকে আত্মনির্ভরশীল হতে হবে।
নিজেদের বাজার ঠিক রাখতে আগামী ভরা মৌসুমে সরকার পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।