Advertisement
জুমবাংলা ডেস্ক : পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আতংকিত হওয়ার কিছুই নেই উল্লেখ করে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বলেছেন, এই মুহূর্তে সরকারের কাছে যথেষ্ট পেঁয়াজ মজুদ আছে। আগামীকাল থেকে ৩৫টি ট্রাকের মাধ্যমে টিসিবি’র পেঁয়াজ বিক্রয় শুরু হবে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
সচিব বলেন, কেউ মজুদ করে যদি মূল্য বৃদ্ধি করতে চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ড. মো. জাফর উদ্দীন বলেন, মিয়ানমার, তুরস্ক ও মিশর থেকে সরকার পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নিয়েছে। আনন্দের সংবাদ হচ্ছে মিয়ানমার থেকে গতকালও বড় একটি চালান চট্টগ্রাম পোর্টে এসে পৌঁছেছে। সরকারে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম পোর্ট অথরিটিকে নির্দেশ দেয়া হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে খালাস করে দেয়ার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।