আন্তর্জাতিক ডেস্ক : উৎপাদন সংকটে পড়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাম্পার ফলন হওয়ায় এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এক টুইট বার্তায় এ খবর দিয়েছেন খোদ দেশটির খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসোয়ান।
বুধবার টুইটে তিনি বলেন, যেহেতু পেঁয়াজের দাম এখন স্থিতিশীল এবং বাম্পার ফলন হয়েছে তাই সরকার পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পাসোয়ান জানান, মার্চে ৪০ লাখ টন পেঁয়াজ ঘরে তুলবে কৃষকরা। গত বছর এই সময়ে উঠেছিল ২৮.৪ লাখ টন।
গত বছরের সেপ্টেম্বরে ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে নিত্যদিনের এই পণ্যের বাজারে দেখা দেয় অস্থিরতা। অল্প দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ৩০-৪০ টাকা থেকে আড়াইশ’ টাকা ছাড়ায়।
পরিস্থিতি সামাল দিকে বাংলাদেশ সরকার পাকিস্তান, চীন, তুরস্ক, মিশর, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করে। তবে এখনও দাম প্রতি কেজি একশো টাকার আশপাশে ঘোরাফেরা করছে। এর মধ্যেই ভারত থেকে ফের পেঁয়াজ আমদানির পথ খুলল বাংলাদেশের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।