বিনোদন ডেস্ক : পেপসি বেভারজ একটি বিখ্যাত কমল পানীয়। বিশ্বজুড়ে এই পানীয়র বেশ খ্যাতি রয়েছে। এক সময় বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন জেমস, আইয়ুব বাচ্চু বা শুভ্র দেবের মতো নামি তারকারা। এবার এই দায়িত্ব কাঁধে তুলে নিলেন ভারতীয় তারকা সালমান খান। ফেসবুকে পেপসি বাংলাদেশের ভেরিফাইড পেজে বৃহস্পতিবার (১১ জুন) রাতে একটি ভিডিও বিজ্ঞাপন পোস্ট করা হয়। বাংলা ভাষায় ডাবিং করা বিজ্ঞাপনটিতে সালমানকে বলতে শোনা যায়, ‘প্রতি চুমুকে সোয়্যাগ (SWAG)।’
কোমল পানীয় পেপসির বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। কোমল পানীয় সংস্থাটি সালমানের সংযুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এ বিষয়ে সালমান খান বলেন, ‘বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি খুবই আনন্দিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ আমাকে অসামান্য ভালোবাসা দিয়েছেন। আমি মনে করি পেপসির সঙ্গে নতুন এই যাত্রায়ও আমি এখানকার মানুষের সেই ভালোবাসা পাব। নতুন এই ক্যাম্পেইন দেশব্যাপী ভোক্তাদের মধ্যে আলোড়ন সৃষ্টিতে সক্ষম হবে বলে বিশ্বাস করি।’ পেপসির পক্ষ থেকে বলা হচ্ছে, তারুণ্যনির্ভর ব্র্যান্ড হিসেবে পেপসি সময়ে সঙ্গে পরিবর্তনশীল তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে আসছে। বর্তমান সময়ের তরুণদের ট্রেন্ড বিবেচনায় তারা এবার মাথায় রেখেছে ‘সোয়্যাগ’ শব্দটিকে। ‘প্রতি চুমুকেই সোয়্যাগ’ ইঙ্গিত করে, দেশের বর্তমান তরুণ প্রজন্ম আগের যে কোনো সময়ের তুলনায় আত্মবিশ্বাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।