Advertisement
স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ (শুক্রবার) সকালে বলিভিয়াকে হারিয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ছাড়িয়ে গেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলেকে।
ল্যাতিন আমেরিকার ফুটবলারদের মধ্যে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি এখন মেসির দখলে। ব্রাজিলের হয়ে পেলে মোট ৭৭টি গোল করেছিলেন। আর মেসির আর্জেন্টিনার হয়ে গোলসংখ্যা এখন ৭৯টি।
মেসির হ্যাটট্রিকের সুবাদে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক আর্জেন্টিনা। ম্যাচের ১৪, ৬৪ ও ৮৮তম মিনিটে গোল তিনটি করেন মেসি।
এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে আর্জেন্টিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।