বৃহস্পতিবার সকালে প্রায় চার ঘণ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যায়ক্রমে সব পুলিশ ইউনিট প্রধানের সঙ্গে কথা বলে এ নির্দেশনা দেন তিনি। রাতে পুলিশ সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভিডিও কনফারেন্সে আইজিপি করোনা সংক্রমণ রোধে সার্বিক কার্যক্রম, এ পরিস্থিতিতে করণীয়, জনগণকে দ্রুত সেবা ও পুলিশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে সব পুলিশ ইউনিটকে নির্দেশনা দেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিজেদের সুরক্ষা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং তাদের পরিবারের সদস্যদের সুরক্ষার ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেন তিনি।
করোনা রোধে পুলিশের কার্যক্রমের প্রশংসা করে জাবেদ পাটোয়ারী বলেন, চলমান পরিস্থিতি মোকাবিলায় পুলিশ যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, এতে পুলিশ প্রধান হিসেবে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এ পরিস্থিতিতে জনগণের সঙ্গে সহিষ্ণু ও মানবিক আচরণ করতে হবে।
করোনা পরিস্থিতিতে পুলিশকে সহযোগিতা কারার জন্য দেশের নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আইজিপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।