বিশ্বকাপের পর কিংবদন্তী বোলার কোর্টনি ওয়ালশের চুক্তি নবায়ন করেনি বিসিবি। তার জায়গায় টাইগারদের ডেরায় রুবেল-তাসকিনদের শিক্ষক হয়ে এসেছেন শার্ল ল্যাঙ্গাভেল্ট। প্রোটিয়া কোচ এসেই শিষ্যদের নিয়ে মাঠে নেমে পড়েছেন। তিনি আরও নতুন মুখ খুজছেন পেস বোলিংয়ের জন্য।
নির্বাচকদের ভাবনায়ও রয়েছে পেস বোলিং। নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘পেস নিয়ে তো চিন্তা করতেই হবে। আমরা যদি অ্যাওয়েতে ম্যাচ জিততে চাই পেস বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ।’
সাকিব-তামিমরা দেশের মাটিতে স্পিন দিয়ে প্রতিপক্ষকে কাবু করলেও বিদেশের মাটিতে গিয়ে পেরে ওঠেন না। বিসিবির মূল ভাবনা এখানেই। দেশের বাইরে গিয়ে সিমিং কন্ডিশনে বল করার মতো বোলার খুঁজছে বিসিবি। যাতে করে নতুন বলে উইকেট নিয়ে সহজেই ম্যাচ জিততে পারে বাংলাদেশ।
বাশার বলেন, ‘আমরা আগেই দেখেছি যে দেশের মাটিতে কোনো সমস্যা হয় না, স্পিনাররা ভালো করে। কিন্তু আমরা যখন দেশের বাইরে যাই তখন পেস বোলারদের খুব দরকার হয়। সেটা ও (ল্যাঙ্গেভেল্ট) জানে, সেটা নিয়ে আলোচনা করলাম ফিউচার প্ল্যান নিয়ে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।