পোকো এম৪ প্রো ৫জি: প্রথম লুকেই চমক Poco M4 Pro 5G

পোকো এম৪ প্রো ৫জি Poco M4 Pro 5G

৯ নভেম্বর আসছে শাওমির নতুন পোকো ফোন। পোকো এম৪ প্রো ৫জি প্রথম লুক এবং ফিচারেই চমক। সম্প্রতি এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে পোকো সংস্থা। সোশ্যাল মিডিয়ায় Poco M4 Pro 5G ফোন লঞ্চের কথা ঘোষণা করেছেন পোকো কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই পোকো এম৪ প্রো ৫জি ফোনের বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। গিকবেঞ্চ সার্টিফিকেশন সাইটেও এই ফোনের ছবি দেখা গেছে। এছাড়াও বেশ কয়েকটি সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গেছে।

বলা হচ্ছে, রেডমি নোট ১১ ফোন আর পোকো এম৪ প্রো ৫জি ফোনের মধ্যে অনেক মিল রয়েছে। এছাড়াও পোকো এম৪ প্রো ৫জি ফোনে আগের মডেলের তুলনায় আপগ্রেড হওয়া প্রসেসর এবং ক্যামেরা থাকবে।

Poco M4 Pro 5G ফোনে থাকছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটি চালবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮১০ প্রসেসরে। ডিভাইসটি পাওয়া যাবে ৪, ৬ এবং ৮ জিবি র‌্যাম ভার্সনে।

নতুন এই ফোনে থাকছে একটি রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল। একটি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে একটি ৫জি সাপোর্টেড ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে এই ফোনে থাকছে একটি ৫০ মেগাপিক্সেলেরর লেন্স।

পোকো এম৪ প্রো ৫জি Poco M4 Pro 5Gসেকেন্ডারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউলেই দেওয়া হয়েছে এলইডি ফ্ল্যাশ এবং এআই লোগো। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।

পোকো সংস্থা তাদের গ্লোবাল অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোকো এম৪ প্রো ৫জি ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে।মঙ্গলবার (৯ নভেম্বর) ভারতীয় সময় বিকেল ৫টা ৩০মিনিটে এই ফোন লঞ্চ হবে। ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে Poco M4 Pro 5G ফোন লঞ্চ হবে বলে জানা গেছে। টুইটার, ইউটিউব এবং ফেসবুকে এই ফোন লঞ্চের লাইভ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

নতুন Poco M4 Pro 5G ফোনে থাকছে একটি রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল। একটি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে একটি ৫জি সাপোর্টেড ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে এই ফোনে থাকছে একটি ৫০ মেগাপিক্সেলেরর লেন্স। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউলেই দেওয়া হয়েছে এলইডি ফ্ল্যাশ এবং এআই লোগো। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পোকো এম৪ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।

Samsung Galaxy A13 5G: স‍্যামসাং এর সস্তা 5জি ফোন গ‍্যালাক্সি এ১৩ ৫জি