স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মাসের শুরু থেকেই নিয়মিত ফেইসবুক লাইভ শো করে আসছিলেন তামিম ইকবাল। দেশের ক্রিকেটের বড় তারকাদের পাশাপাশি বিদেশি বড় তারকাদেরও নিজের আড্ডায় অতিথি করেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক। শেষ পর্বে মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে অতিথি করেন তামিম। যা নিয়ে মজা করতে ছাড়েননি মাশরাফী।
তামিম ইকবালকে মাশরাফী বিন মোর্ত্তজা প্রশ্নই করে বসেন, ‘পোলাও-কোরমা খাওয়ার পর পান্তা ভাত খাওয়ার শখ হলো কেন? তামিমও কম জান না। উত্তরে বলে দেন, ‘আমার পান্তা ভাতই প্রিয়।’
দেশের ক্রিকেটের চার শীর্ষ তারকার আড্ডা ছিল দারুণ প্রানবন্ত। তামিম চেয়েছিলেন সাকিব আল হাসানকেও হাজির করতে। পঞ্চপাণ্ডবের আড্ডার মাধ্যমে নিজের লাইভ-শো শেষ করার পরিকল্পনা ছিল তার।
কিন্তু সাকিব আল হাসান ব্যক্তিগত কারণে যোগ দিতে পারেননি। আগেই অপারগতা প্রকাশ করেন আইসিসির নিষেধাজ্ঞায় ক্রিকেটের বাইরে থাকা এই অলরাউন্ডার।
তবে সাকিব না থাকলেও আড্ডাটার আকর্ষণ এতোটুকুও কমেনি। ক্রিকেটের বাইরে নানা মজার দিকে তুলে এনেছেন চারজন মিলে। যার একটি তামিমকে মাশরাফীর ওই প্রশ্ন, আর তামিমের উত্তর।
সদ্য সাবেক অধিনায়কের প্রশ্ন ছিল ঠিক এমন, ‘কয়েকদিন ধরে পোলাও-বিরিয়ানি-কোর্মা খেয়ে হঠাৎ করে তোর পান্তা ভাত খাওয়ার শখ হলো কেন? বিরাট কোহলি, রোহিত শর্মা, ফ্যাফ ডু প্লেসি, কেন উইলিয়ামসন… এই পোলাও-কোর্মা খেয়ে পান্তা ভাত খেতে চাইলি কেন?’
মাশরাফীর কথায় হাসির রোল ওঠে। তামিম উত্তরে বলেন, ‘আমরা বাংলাদেশি, আমার পান্তা ভাতই সবচেয়ে প্রিয়। বাঙালির সবচেয়ে প্রিয় পান্তা ভাত। আমি পান্তা ভাত নিয়েই খুশি। আমি নিজেও পান্তা ভাত, আপনারা সবাইও পান্তা ভাত। আমি এটি নিয়েই খুশি।’
২ মে মুশফিকুর রহিমের সঙ্গে ইন্সটাগ্রাম লাইভ আড্ডার মাধ্যমে তামিম তার এই শো শুরু করেন। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডা দেন একই মাধ্যমে। তবে মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে আড্ডা দিয়ে ফেইসবুকে লাইভ শো শুলো করে আসছিলেন তামিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।