পোল্যান্ড তাদের আকাশসীমায় ঢুকে পড়া রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছে বুধবার। ইউক্রেন যুদ্ধ চলাকালে ন্যাটোর কোনো সদস্য দেশ অস্ত্র ব্যবহারের ঘটনা এটিই প্রথম।
পোল্যান্ড জানিয়েছে, রাশিয়ার ব্যাপক বিমান হামলার সময় ১৯টি বস্তু তাদের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে যেগুলো হুমকি তৈরি করেছিল, সেগুলো ভূপাতিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক একে “বড় ধরনের উস্কানি’ আখ্যা দিয়ে ন্যাটো চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করেছেন, যার মাধ্যমে সদস্য দেশগুলো জরুরি পরামর্শ সভার দাবি তুলতে পারে।
তিনি বলেন, ‘পরিস্থিতি গুরুতর, এবং আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত।’
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আরআইএ একজন কূটনীতিককে উদ্ধৃত করে বলেছে, এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ এবং কোনো প্রমাণ দেওয়া হয়নি যে ভূপাতিত বস্তুগুলো রাশিয়ার ড্রোন। তবে ইউরোপের কয়েকজন শীর্ষ কর্মকর্তা একে ইচ্ছাকৃত হামলা হিসেবে দেখছেন এবং এটিকে রাশিয়ার নতুন মাত্রার উত্তেজনা সৃষ্টির পদক্ষেপ হিসেবে উল্লেখ করছেন।
ন্যাটো জানিয়েছে, মহাসচিব মার্ক রুটে ইতোমধ্যেই পোল্যান্ডের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে আক্রমণ নয়, বরং উদ্দেশ্যমূলক অনুপ্রবেশ হিসেবে দেখা হচ্ছে। অভিযানে পোল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান, ডাচ এফ-৩৫, ইতালির নজরদারি বিমান এবং ন্যাটোর যৌথ রিফুয়েলিং বিমান অংশ নেয়।
পোল্যান্ডের সেনা কমান্ড জানিয়েছে, রাডারে অন্তত ১০টির বেশি বস্তু শনাক্ত হয় এবং যেগুলো হুমকির ছিল সেগুলো ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাতভর রাশিয়া ৪১৫টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর মধ্যে অন্তত আটটি ইরানি তৈরি ‘শাহেদ’ ড্রোন পোল্যান্ডের দিকে ছোড়া হয়। তিনি একে ‘ইউরোপের জন্য অত্যন্ত বিপজ্জনক নজির’ হিসেবে উল্লেখ করে যৌথ প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন।
ইইউর কূটনীতিক কায়া ক্যালাস বলেছেন, ‘রাশিয়ার যুদ্ধ শেষ হওয়ার দিকে নয়, বরং আরও ভয়াবহ দিকে যাচ্ছে। মস্কোর ওপর চাপ বাড়াতে হবে, ইউক্রেনকে সমর্থন জোরদার করতে হবে এবং ইউরোপের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগ করতে হবে।’
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইয়েনও নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। চেক পররাষ্ট্রমন্ত্রী জান লিপাভস্কি ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন।
ড্রোন অনুপ্রবেশের ঘটনায় কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় ওয়ারশ’র চোপিন বিমানবন্দর। পরবর্তীতে পুনরায় চালু হলেও সারাদিন বিলম্বের আশঙ্কা রয়েছে। পূর্ব পোল্যান্ডের লুবলিন বিমানবন্দর এখনও বন্ধ রয়েছে।
‘ভুতু’ খ্যাত আভেরী সিংহ রায় ফিরছেন ছোটপর্দায়, আসছেন নতুন রূপে
যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র বা ড্রোন ঢোকার ঘটনা ঘটেছে, তবে এভাবে বড় পরিসরে নয়। এবারই প্রথম এসব ভূপাতিত করল কোনো ন্যাটো দেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।