জুমবাংলা ডেস্ক : কারিগরি ত্রুটির কারণে এক ঘণ্টা ৪০ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে লাইন ঠিক হয়েছে বলে নিশ্চিত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এর আগে, রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখে কর্তৃপক্ষ।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, বিকেল পৌনে ৩টার দিকে কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়। মেরামতের আবার বিকেল সোয়া ৪টায় চালু হয়।
কী ধরনের কারিগরি ত্রুটি এ বিষয়ে তিনি বলেন, বৈদ্যুতিক কারিগরি ত্রুটি ছিল। এখন স্বাভাবাকি চলাচল করছে। কোনো ধরনের অসুবিধা হয়নি। তবে, সাময়িকভাবে যাত্রীদের অসুবিধার কারণে আমরা দুঃখপ্রকাশ করছি।
এদিকে, এদিন সকাল থেকেই মেট্রোর উত্তরা স্টেশনসহ অন্যান্য স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সপ্তাহের প্রথম কর্মদিবস ও ইজতেমার শেষ দিন হওয়ায় ভিড় ঠেলেই মেট্রোতে গন্তব্যে ফেরার চেষ্টা করছিলেন যাত্রীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।