স্পোর্টস ডেস্ক : প্যাট কামিন্স আর জস হ্যাজলউডের আগুন মাখানো বিষাক্ত বোলিংয়েই শেষ হয়ে গিয়েছিল ভারতীদের গর্ব, তাদের বিখ্যাত ব্যাটিং লাইনআপ। প্যাট কামিন্স নিয়েছিলেন ৪ উইকেট এবং জস হ্যাজলউড নিয়েছিলেন ৫ উইকেট। তাতেই মাত্র ৩৬ রানে শেষ ভারতীয় ব্যাটিং।
সামনেই বক্সিং ডে টেস্ট। ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এমনিতে ওই টেস্টে ভারতীয় দলে নেই বিরাট কোহলির মত ব্যাটসম্যান এবং অধিনায়ক। তার সঙ্গে কব্জির ইনজুরিতে পড়ে ছিটকে গেলেন পেসার মোহাম্মদ শামি।
যে কারণে ভারত এমনিতেই খর্ব শক্তিতে পরিণত হয়েছে। তারওপর, মেলবোর্ন টেস্ট নিয়ে অসি পেসার প্যাট কামিন্স যে দাবি তুলেছেন, সেটা শুনলে তো ভারতীয়দের হাঁটু কাঁপতে শুরু করবে।
অ্যাডিলেডের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেয়া কামিন্স চান মেলবোর্নে বক্সিং ডে টেস্টে গতিময় বাউন্সযুক্ত উইকেট তৈরি করা হোক। আর কে না জানে, অ্যাডিলেডে সেই গতির আগুনে পুড়ে ছাই হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা।
শনিবার অ্যাডিলেড ওভালে গোলাপি বলে দিবারাত্রির টেস্টে নাইটওয়াচম্যান যশপ্রিত বুমরা এবং চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে তিনিই ভাঙন ধরিয়েছিলেন। এরপর ৫ উইকেট নিয়ে ভারতকে পুরোপুরি ধ্বসে দিয়েছেন জশ হ্যাজলউড। ২১ রানের বিনিময়ে কামিন্স নেন ৪ উইকেট। তার শিকারের মধ্যে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও।
প্যাট কামিন্সের আশা, অ্যাডিলেডের মতো মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে সহায়তা মজুত থাকবে পেস বোলারদের জন্য। তিনি বলেছেন, ‘আমার মনে হয় ২০১৭ সালের অ্যাশেজ টেস্ট ও দু’বছর আগে ভারতের বিরুদ্ধে টেস্টে মেলবোর্নের উইকেট রীতিমতো পাটা ছিল। একজন বোলারের উৎসাহিত হওয়ার মতো কিছু ছিল না। গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবশ্য ভাল উইকেটে খেলা হয়েছিল। যাতে মুভমেন্টের পাশাপাশি গতি-বাউন্সও ছিল। আশা করা যায় যে এবারও তেমন থাকবে।’
এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার কামিন্স বলেছেন, ‘শুধু একজন খেলোয়াড় হিসেবে নয়, একজন ক্রিকেটপ্রেমী হিসবে মনে করি যে ব্যাট ও বলের মধ্যে দুর্দান্ত লড়াই হলেই সেই উইকেট সেরা। যেখানে অনুভূত হয় যে নিজের স্কিল ঠিকঠাক মেলে ধরতে পারলে ম্যাচে বড় প্রভাব ফেলা যাবে।’
অস্ট্রেলিয়া দলের বোলিং পারফরম্যান্সের প্রশংসা করে কামিন্স আরও বলেন, ‘এমন একটা দিন গেছে যখন সবকিছুই ঠিকঠাক হয়েছে। আমরা যে চেষ্টাই করেছি, সেটাই সফল হয়েছে। গত বছর হেডিংলিতেও এমন হয়েছিল। সেই দিনের মতো শনিবারও অস্ট্রেলিয়া দলকে সেরা বোলিং করতে দেখলাম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।