আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে নির্ধারিত সময়ের আগেই কনসার্ট বন্ধ করতে বাধ্য হলেন অস্ট্রেলিয়ান র্যাপার ইগি অজালেয়া। গায়িকার দাবি, প্যান্ট ছিঁড়ে যাওয়ায় মাঝপথেই কর্তৃপক্ষ তার কনসার্ট বন্ধ করে দিয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) সৌদি আরবে এই ঘটনাটি ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি শেয়ার করেন এই গায়িকা।
ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে নেটমাধ্যমে ইগি জানান, কনসার্টটি শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুমতি পাইনি আমি। আমি খুবই দুঃখিত। আসলে মাঝপথে আমার প্যান্ট ছিঁড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এসে কনসার্টটি বন্ধ করে দেয়।
ইগি আরও জানান, এমন একটি ঘটনা সৌদি আরবেই ঘটল! এমন কিছু হওয়ার জন্য যা সবচেয়ে অনুপযুক্ত জায়গা।
জানা গেছে, কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ প্যান্ট ছিঁড়ে যায় র্যাপার ইগি অজালেয়ার। গায়িকা তখন মঞ্চে বসে পড়েন। এই সময় তার দলের সদস্যরা দ্রুত পরিস্থিতি সামাল দেন।
স্থানীয় শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইগি বলেন, অসাধারণ সব স্মৃতি নিয়ে ফিরব। এখানে গাইতে আসার অনুভূতি সত্যিই দারুণ। সবাই সহযোগিতা করেছে।
তবে ইগির কনসার্ট বন্ধ করার বিষয়ে এখন পর্যন্ত সৌদির আয়োজক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।