২০২২ সালের একটি প্রতিবেদন বলছে, প্রসাধনসামগ্রীর রাসায়নিক উপাদান থেকে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। নারীরা যেসব ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে শীর্ষে আছে স্তন ক্যানসার। স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়। এরপর সেটি রূপ নেয় ক্যানসারে। গবেষণা বলছে, শ্যাম্পু-সাবানে থাকা প্যারাবেন স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
প্রসাধনী যেমন শ্যাম্পু, সাবানে প্যারাবেন থাকে। প্যারাবেন মূলত কাজ করে প্রিজারভেটিভ হিসেবে। দীর্ঘদিন ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের আক্রমণ থেকে এসব পণ্যকে সুরক্ষিত রাখে প্যারাবেন। কিছু লোশন, সানস্ক্রিনেও এই উপাদান ব্যবহার করা হয়।
প্যারাবেন নিয়মিত ব্যবহারে শরীরে হরমোনের স্বাভাবিক কার্যকারিতাকে বিঘ্নিত করে। বিশেষ করে বয়ঃসন্ধি ও গর্ভাবস্থার সময়ে। এই রাসায়নিক উপাদান ইস্ট্রোজেন উত্পাদনকে উদ্দীপ্ত করে। ইস্ট্রোজেন তৈরির প্রাকৃতিক একটি গতি আছে। তার সঙ্গে আবার প্রভাবক যোগ হয়ে উচ্চ গতিতে ইস্ট্রোজেন উৎপাদিত হলে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই তথ্য জানা গেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদন থেকে।
প্রধান গবেষক গাইনকোলজিস্ট ও মলিকিওলার বায়োলজিস্ট ডেইল লেইটম্যান বলেন, প্যারাবেন ইস্ট্রোজেন তৈরির উদ্দীপক। তার মানে এই রাসায়নিক উপাদান স্তনের ক্যানসার কোষগুলোকে উদ্দীপ্ত করে। আবার অনেকের অভিমত, প্যারাবেনের মাত্রা এতটাই কম থাকে যে তাতে ক্ষতির শঙ্কা থাকে না।
কিন্তু এই গবেষকের মতে, প্যারাবেন যখন অন্যান্য উপাদানের সঙ্গে মিশে যায়, তখন এর পার্শ্বপ্রতিক্রিয়া আরও বৃদ্ধি পায়। তবে অন্য গবেষকেরা বলছেন যে প্যারাবেনে আদৌ স্তন ক্যানসারের ঝুঁকির আছে কি না, সেটা বুঝতে আরও গবেষণা প্রয়োজন। তবে জীবনযাপনে কিছু পরিবর্তন এই ঝুঁকি কমাতে পারে; কিন্তু একেবারে প্রতিরোধ করতে পারে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।