ফ্রান্সের রাজধানী প্যারিসে জুলাই বিপ্লবের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) প্যারিস স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শহরের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। সভা পরিচালনা করেন সদস্য সচিব মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।
বক্তারা অবিলম্বে ইনকিলাব মঞ্চ ঘোষিত তিন দফা বাস্তবায়নের দাবি জানান এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
সমাবেশে যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী বলেন, আজাদির লড়াইয়ে শহীদ হাদি এক অনুপ্রেরণার নাম। তিনি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।
সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, শহীদ হাদির উত্তরসূরি হিসেবে আমরা দেশে ও বিদেশে সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব। ইনকিলাব মঞ্চের কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে।
সমাবেশে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির শিক্ষার্থী, পেশাজীবী, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশ-বিদেশে সক্রিয় বিভিন্ন ব্যক্তিরা শহীদ হাদির হত্যাকারীকে বাঁচাতে নানা গল্প ও নাটক বানাচ্ছেন৷ এসব ষড়যন্ত্র জনগণ ও জুলাই যোদ্ধারা রুখে দিবে।
এ ছাড়া গবেষক ইশতিয়াক আকিব, মাসরুক আহমেদ, রেজওয়ান হিমেল, শাহপরান শাকিল, সাকিব হোসেন ইবন, মাজহারুল হক তালুকদার এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হিজবুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



