২০২৪ সালে স্পোর্টস জগতের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে প্যারিস অলিম্পিক। এবারের অলিম্পিক আসরে অভিনব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর ফলে এবারের আয়োজন আগের থেকে অনেক বেশি সমৃদ্ধ হবে। কিছু উল্লেখযোগ্য টেকনোলজি নিয়ে এ আর্টিকেলে আলোচনা করা হচ্ছে।
ব্রডকাস্টিং
এবার ভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে ব্রডকাস্টিং সিগনাল প্রেরণ করা হচ্ছে। এর ফলে অলিম্পিকার ব্রডকাস্টিং হয়েছে আগের থেকে অনেক বেশি স্মার্ট। ক্লাউড ভিত্তিক ব্রডকাস্টিং সিস্টেম চালু করা হয়েছে বিধায় পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রে বেশ সক্ষমতা অর্জন করা হয়েছে। তাছাড়া ফিজিক্যাল স্পেস খুব বেশি দরকার হচ্ছে না।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
এবারের অলিম্পিক আসরে কৃত্রিম বুদ্ধিমত্তার যত ব্যবহার লক্ষ্য করা যাবে তা আগের কোন আয়োজনে দেখা যায়নি। এর ফলে দর্শকরা অলিম্পিক আসর নান্দনিকতার সাথে উপভোগ করতে পারবেন। খেলোয়াড়দের নানা মুভমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম ব্যবহার করে বিশ্লেষণ করা হবে।
লাইভ স্ট্রিমিং
প্রথমবারের মতো কোনো অলিম্পিক আসরে 8K লাইভ স্ট্রিমিং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এই সিস্টেম এর আগের কোন আসরে দেখা যায়নি। ইন্টেল এর চিপসেট ব্যবহার করে এসব সক্ষমতা অর্জন করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে নতুন প্রযুক্তির ক্ষেত্রে তেমন ল্যাটেন্সি নেই। আপনি যদি হাই রেজুলেশন বজায় রেখে লাভ স্ট্রিমিং এর অভিজ্ঞতা নিতে চান তাহলে এবার আপনি সে সুযোগ পেয়ে যাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।