আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে স্বামী সংসার রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন ১১ বিবাহিত নারী।
‘প্রধানমন্ত্রীর প্রকল্প’ মূলত মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলোকে বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য দিয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের এ স্কিমে বিভিন্ন কিস্তিতে পরিবারগুলো টাকা পায়।
কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকার অপব্যবহার করার একাধিক অভিযোগ উঠছে উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের মহারাজগঞ্জে ১১ জন বিবাহিত মহিলা, তাদের স্বামীদের ছেড়ে প্রেমিকদের সঙ্গে পালিয়েছেন।
বিষয়টি পুলিশকে জানালে পুরো ঘটনা সামনে আসে। এ প্রকল্পের প্রথম কিস্তির টাকা ৪০ হাজার। সেই টাকা সঙ্গে নিয়েই তারা পালিয়েছেন বলে দাবি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে উত্তর প্রদেশের মহারাজগঞ্জে এ আবাসন প্রকল্পের টাকা পেয়েছেন ২৩৫০ জন। এই টাকা তারা থুঠিবাড়ি, শীতলাপুর, ছাতিয়া, রামনগর, বকুল দিহা, খসরা, কিশুনপুর ও মেধৌলি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। কিছু মিডিয়া রিপোর্টও দাবি করেছে যে, এ ঘটনার পরে কর্মকর্তারা সুবিধাভোগীদের জন্য দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।