 জুমবাংলা ডেস্ক : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি পরিচয় প্রকাশ্যে এসেছে। সংগঠনটির বেরোবি শাখার সভাপতি মো. সোহেল রানা এবং সেক্রেটারি মো. সুমন সরকার।
জুমবাংলা ডেস্ক : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি পরিচয় প্রকাশ্যে এসেছে। সংগঠনটির বেরোবি শাখার সভাপতি মো. সোহেল রানা এবং সেক্রেটারি মো. সুমন সরকার।
বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ডাকা জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে রংপুর বিভাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বক্তব্য প্রদানের মাধ্যমে সংগঠনের সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো. সুমন সরকার তাদের পরিচায় জানা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনের সভাপতি মো. সোহেল রানা সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের (১০ম ব্যাচ) স্নাতকোত্তর (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায়।
অন্যদিকে, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সুমন সরকার ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের স্নাতক এবং ২০২২-২৩ সেশনের স্নাতকোত্তর শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায়।
বেরোবি শিবির সভাপতি সোহেল রানা বলেন, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ থেকে আমরা বলতে চাই। আমাদের ছাত্র সমাজ ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং যেকোনো অধিকার আদায়ে সচেষ্ট থাকবে। আমাদের ছাত্রসমাজ দেশের মানুষের অধিকার আদায়ের একতাবদ্ধ থাকবে। গত জুলাই বিপ্লবে ছাত্র সমাজ তাদের ঐক্য শক্তি দেখিয়েছে।
আগামীতে ছাত্র সমাজ ফ্যাসিবাদী দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে।
তিনি আরো বলেন, জুলাইয়ের গণহত্যা ইতিহাসের একটি কলঙ্ক অধ্যায়। গণহত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদী সরকার শ্রমিক লীগ, রিকশা ইসকন লীগ হয়ে ফিরে আসছে। তারা যে রূপে ফিরে আসুক না কেন তৌহিদী ছাত্রসমাজ সেটা রুখে দেবে।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচার করতে হবে। সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ, আমরাও আমাদের দেশে সন্ত্রাসী সংগঠন ইসকনকে দেখতে চাই না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


