আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথম জনসম্মুখে এলো উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের মেয়ে। সাধারণত নিজের অবস্থান এবং পরিবারের সদস্যদের বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলেন কিম। পরিবারের সদস্যদের জনসম্মুখে সেভাবে দেখাও যায় না। এর মধ্যে কিম জং-উনের মেয়ের প্রকাশ্যে আসায় তোলপাড় চলছে।
চীনা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় একদল শিশু। সেখানে পারফর্ম করে ৯ বছরের এক মেয়ে। এ সময় শিশুটির কাছে ছিলেন কিমের স্ত্রী সোল। অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এরপরই আলোচনা শুরু হয় মেয়েটিকে নিয়ে।
কোরিয়াটাইমস বলছে, কঠোর গোপনীয়তা রক্ষার কারণে কিমের পরিবারের কারও প্রকাশ্যে আসা নিয়ে বেশ আগ্রহ থাকে সবার মাঝে।
২০১৭ সালে দক্ষিণ কোরিয়া দাবি করে, কিম জং-উনের মোট তিন সন্তান। ২০১০ সালে জন্ম হয় প্রথম সন্তানের, দ্বিতীয় সন্তান ২০১৩ সালে এবং তৃতীয় সন্তানের জন্ম হয় ২০১৭ সালে।
ধারণা করা হচ্ছে, ২০১৩ সালে জন্ম নেওয়া সন্তানকেই পারফর্ম করতে দেখেছে কোরিয়াবাসী। কিমের ৯ বছর বয়সি মেয়ের নাম কিম জু-আয়ে।
https://inews2.zoombangla.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।