জুমবাংলা ডেস্ক : অফিসে বসে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নেন ভূমি অফিস সহকারী আব্দুল কাদির। নিজের চেয়ারে বসে থুতু দিয়ে গুনে গুনে ঘুষের টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরায় হয়েছে।
তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন ভূমি অফিস সহকারী।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি আব্দুল কাদেরকে ঘুষের টাকা দিচ্ছেন। কত টাকা জিজ্ঞেস করার পরে ওই ব্যক্তি বলেন ৫০০০ টাকা। তখন অফিস সহকারী আব্দুল কাদের বলেন ৬ হাজার টাকা দেওয়ার কথা ছিল। এক হাজার টাকা পরে হলেও দিতে হবে।
স্থানীয়দের অভিযোগ মাইজক্ষেপণ ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। ঘুষ না দিলে সেবা প্রার্থীদের নানাভাবে হয়রানি করা হয়।
গুনে গুনে ঘুষ নেয়ার বিষয়ে মাইজক্ষেপণ ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী মো. আব্দুল কাদির এ নিয়ে কথা বলতে রাজি হননি। তবে ঘুষ নেয়ার অপরাধে ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বলে জানান তিনি।
মাইজক্ষেপণ ইউনিয়নের ইউনিয়ন কর্মকর্তা মীর আবুল হাতিম জানান, এ ঘটনায় অভিযুক্ত অফিস সহকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তের জন্য অভিনন্দন ইউনিয়নের ভূমি কর্মকর্তা জ্যোতির্ময় রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানতে চাইলে কিশোরগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি তার নজরে আসে। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।