রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনার পর দিবাগত রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় এক যুবককে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া চক্রের চার সদস্য হলেন— আজহারুল, নোমান, নাসিম ও জসিম। তারা বসিলা এলাকার ছিনতাইকারী চক্র ‘মাহী গ্রুপ’ এর সক্রিয় সদস্য।
ছিনতাইয়ের ঘটনায় ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন এক যুবক। এ সময় একটি অটোরিকশা থেকে দুইজন নেমেই যুবককে অস্ত্র দিয়ে আঘাত করে। তখন সকাল ১১টা ৪৬ মিনিট ৫২ সেকেন্ড। ওই সময় যুবকের পকেটে থাকা মানিব্যাগ, মোবাইল কেড়ে নিয়ে মুহূর্তেই আবার অটোরিকশা নিয়ে ছিনতাইকারীরা চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, গতকাল (শনিবার) বসিলায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চার সদস্যকে গ্রেপ্তার করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।