Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে আর রাস্তায় প্রকাশ্যে ধূমপান করা যাবে না। এমনই এক নির্দেশনা জারি করা হয়েছে ভারতের কলকাতার পশ্চিম বর্ধমানে। জেলা শাসক তা জারি করেন।
এরই মধ্যে প্রত্যেক দপ্তরে এই বিষয়ে লিখিতভাবে জানিয়ে দেয়া হয়েছে। প্রকাশ্যে কেউ ধূমপান করলেই তাকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সচেতনতা বাড়াতে প্রাথমিকভাবে এই বিষয়ে আলাদা করে বোর্ড বা ফেস্টুন দিয়ে প্রচার করা হবে।
শহরকে সিগারেট মুক্ত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম দিনই প্রায় ১২ জনকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জেলা শাসক শশাঙ্ক শেঠি বলেন, প্রতীকী জরিমানা হিসেবে আজ ২০০ টাকা করে নেয়া হয়েছে। তিনি আরো জানান, সমস্ত জায়গায় এই বিষয়টি নিয়ে আরো বেশি করে সচেতনতা গড়ে তুলতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।