প্রকাশ্যে ধূমপান করে সমালোচিত ধোনির স্ত্রী

ধোনির স্ত্রী

ছুটি কাটাতে গিয়ে সমালোচনার মুখে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী। তাকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর সমালোচিত ধোনির স্ত্রী। অবশ্য অনেকে পাশেও দাঁড়িয়েছেন।

ধোনির স্ত্রী

গ্রিসে সস্ত্রীক ছুটি কাটাতে গিয়েছেন ধোনি। তার নিজের কোনও ছবি প্রকাশ্যে না এলেও সাক্ষী বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যদিও যে ছবির কারণে তিনি সমালোচিত সেটি তিনি পোস্ট করেননি। করেছেন অভিনেত্রী কারিশ্মা তান্না, যিনি ধোনির স্ত্রীর সঙ্গেই গ্রিসে ছুটি কাটাচ্ছেন।

কারিশ্মা বেশ কিছু ‘স্টোরি’ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মধ্যেই একটিতে দেখা গেছে, বেশ কিছু মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা সাক্ষী সিগারেট ধরাচ্ছেন। সেই ছবি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় সমালোচনা।

তবে এই প্রথম নয়, অতীতেও সাক্ষীর ধূমপানের ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। কলেজে পড়ার সময় ধূমপানের একটি ছবি ঘিরে বেশ চর্চা হয়েছিল। যদিও কোনও ক্ষেত্রেই সাক্ষীর তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউনাইটেডকে হারাল লিভারপুল: ভাঙলো ৮৮ বছরের পুরাতন রেকর্ড

শুধু তাই নয়, একটি পার্টিতে গিয়ে ধোনি হুক্কা খাচ্ছেন, এমন ছবিও ছড়িয়ে পড়েছিল। সেই ছবি প্রকাশ্যে আসার পরেও কেউ কেউ এমন কাজের নিন্দা করেছিলেন। তবে অনেকে পাশে দাঁড়িয়ে এ-ও বলেছিলেন, একজন ক্রিকেটার ব্যক্তিগত জীবনে কী করছেন, তা নিয়ে চর্চা না করাই ভালো। বরং গোপনে ছবি তোলা সেই ছবিশিকারীকে নিশানা করা হয়েছিল।