বিনোদন ডেস্ক : ফারহান আখতারের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। তাও আবার ফারহান আখতারের কাঁধে চেপে বসেলন অভিনেত্রী। কি অবাক লাগছে তো শুনে? ঘটনা হল, সোমবার প্রকাশ্যে আসে ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-এর পোস্টার। পরিচালক সোনালি বোসের এই সিনেমায় প্রিয়াঙ্কার চোপড়ার সঙ্গে রয়েছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম এবং রোহিত সরফ।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের ট্যুইটার হ্যান্ডেলে ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-এর পোস্টার প্রকাশ্যে আনেন। সেখানেই ফারহান আখতারের কাঁধে চড়তে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। আগামী ১১ অক্টোবর এই সিনেমা মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।
Priyanka Chopra Jonas, Farhan Akhtar, Zaira Wasim and Rohit Saraf… First look poster of #TheSkyIsPink… Trailer out tomorrow [10 Sept 2019]… Directed by Shonali Bose… Produced by RSVP and Roy Kapur Films… 11 Oct 2019 release. pic.twitter.com/1y5lYU9efg
— taran adarsh (@taran_adarsh) September 9, 2019
মার্কিন পপস্টার নিক জোনাসের সঙ্গে বিয়ের পর ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-ই প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম সিনেমা বলিউডে। অন্যদিকে পরিচালক সোনালি বোসের এই সিনেমা মুক্তির পর বলিউড থেকে বিদায় নেবেন বলে জানিয়েছেন জায়রা ওয়াসিম। যা নিয়ে বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে।
পাশাপাশি সিনেমার শুটিংয়ের মাঝপথে জায়রা ওয়াসিম এবং তাঁর পরিবারের লোকের সঙ্গে কোনওরম যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ করেন পরিচালক সোনালি বোস। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই জায়রার কোনও খবর পাচ্ছেন না বলেও অভিযোগ করেন বলিউডের এই পরিচালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।