জুমবাংলা ডেস্ক : সাংস্কৃতিক সংগঠন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সাহিত্য সাময়িকীর শারদ সংখ্যা ‘মা তোর মুখের বাণী’ প্রকাশিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু দুই বাংলাই নয়, বিশ্বের সব বাঙালির মধ্যে সাংস্কৃতিক, সামাজিক, বাণিজ্যিক, বৌদ্ধিক সম্পর্ক দৃঢ় করতে বছর ছয়েক আগে ভাব আদান প্রদানের জন্য যে আন্তর্জালিক মঞ্চ তৈরি হয়েছিল, সেই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এখন একটি মহিরূহ। ১৩২টি দেশের বাঙালিরা ভাব বিনিময় করে থাকেন এই মঞ্চের মাধ্যমে। পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাঙালি বম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, ভাষাবিদ পবিত্র সরকার, বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখার্জির পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট গুণীজন প্রয়াত জনাব আনিসুজ্জামান, প্রয়াত জনাব আব্দুল গফ্ফার চৌধুরীরা ছিলেন এই মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য। ওয়ার্ল্ড ওয়াইড মঞ্চের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ, প্যারিস নিবাসী চিত্রশিল্পী শাহাবুদ্দিন, আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক জিয়াউদ্দিন আহমেদ, ইংল্যান্ড থেকে কবি শামীম আজাদ ও চিকিৎসক ইমতিয়াজ আহমেদের মত কৃতি ব্যক্তিবর্গ।
শারদ সংখ্যা নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মলগ্ন থেকেই বাঙালিদের এই মঞ্চ পৃথিবীর যেখানে যেখানে বাঙালি রয়েছেন, তাদের সাহিত্যের রস চেটেপুটে খাওয়ার জন্য প্রকাশ করছে তাদের আন্তর্জালিক শারদীয়া সংখ্যা ‘মা তোর মুখের বাণী’।
ভারত, বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সে বসবাসকারী ৭৬ জন বাঙালির লেখায় সমৃদ্ধ এই সাহিত্য পত্রিকা। প্রবন্ধ, নিবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী, গল্প, কবিতা, রম্যরচনা নিয়ে সাজানো হয়েছে পত্রিকাটি। লেখকদের মধ্যে বেশ কয়েকজন প্রথিতযশা। কিছু নতুন। পেশায় কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাংবাদিক, কেউ শিক্ষক, কেউ গৃহবধূ, কেউ আবার কর্পোরেট সংস্থার আধিকারিক।
একইসঙ্গে কলকাতা, ঢাকা, লন্ডন, নিউইয়র্ক, প্যারিস, মেলবোর্ন ও টরেন্টো থেকে প্রকাশিত হবে পত্রিকাটি। এটুকুই শুধু বলতে পারি এই পত্রিকাটি না পড়লে কিছু একটা হারাবেন। বিশ্বের সব বাঙালির কাছে পৌঁছে যেতে পারে একমাত্র ‘মা তোর মুখের বাণী’।
বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের জানান, গত বছর বিশ্বের ১৩২টি দেশের ৫০ হাজার বাঙালি এই পত্রিকাটি পড়েছেন। বছর বছর আরও বেশি করে লেখা আসছে বিশ্বের নানা প্রান্ত থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।