Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিনে পরোক্ষভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে মমতা বললেন, প্রকৃত হিন্দুস্তানি সব জাতিকে নিয়ে চলে। সব জাতিকে না-নিয়ে চললে প্রকৃত হিন্দুস্তানি নয়। আসল ধর্ম ও মানবিকতা।
বুধবার মেয়ো রোডে মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষে অনুষ্ঠানে মমতা এ কথা বলেন। তিনি বলেন, ‘নতুন করে কারও উপদেশ দেওয়ার দরকার নেই। যার অধিকার আছে, তিনিই উপদেশ দেবেন।’ এরপরই বিভেদের রাজনীতিকে মমতা কটাক্ষ করে বলেন, সব উৎসবই আমাদের। ভেদাভেদ করে উৎসব হয় না। সূত্র : নিউজ এইটটিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।