জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দলের নেতা প্রকৌশলী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, প্রশাসনের লোকেরা প্রকৌশলীদের কাজ নিয়ে যায়৷ এই সমস্যা পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গেও ছিল। পাকিস্তানি শাসন পদ্ধতি ছিল কেন্দ্রভিত্তিক। তখন সিএসপি কর্মকর্তারা সব কাজ করতে চাইত। এক সময় আইইবি শক্তিশালী ছিল বলেই ডিসিরা প্রকৌশলীদের পেছনে ঘুরত। সেই জন্যই প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হতে হবে৷ আইইবি আরও বেশি শক্তিশালী হতে হবে। সবকিছু বাদ দিয়ে প্রকৌশলীরা প্রকৌশলী পেশাদারিত্বের প্রমাণ দিতে হবে৷ প্রকৌশল সংস্থায় প্রকৌশলীদের যোগ্য স্থান দিতে হবে। প্রকৌশল কাজ অপ্রকৌশলীরা করতে পারে না।
সোমবার (১৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬১তম কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
নিজেকে প্রকৌশলী দাবি করে তিনি বলেন, প্রকৌশল আমার জিনে রয়েছে। আইইবির আজীবন সদস্য হিসেবে এখানে আসি। আইইবি দেশের ঐতিহ্যকে ধরে রেখেছে। আইইবি সংসদীয় গণতন্ত্র চর্চা করে। গণতন্ত্রের জন্য সংসদীয় গণতন্ত্র জরুরি। গণতন্ত্র মানেই সুশাসন। সুশাসন মানেই আইনের শাসন। সুশাসনে সবাইকে জবাবদিহি করতে হয়। গণতন্ত্র না থাকলে সুশাসন হয় না। সুশাসন না থাকলে জনগণের শান্তি থাকে না।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ঢাকা সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শিবলু, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জিনিয়ার আবুল কালাম হাজারী এবং ইঞ্জিনিয়ার রনক আহসানসহ আইইবির বিভিন্ন বিভাগ, কেন্দ্র এবং উপকেন্দ্রের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১১ মে (শনিবার) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক ৬১তম কনভেনশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্য ইঞ্জিনিয়ার্স ফর ট্রান্সফর্মিং টেকনোলজি ড্রাইভেন স্মার্ট বাংলাদেশ– প্রতিপাদ্য বিষয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।