জুমবাংলা ডেস্ক : হাকীমুল উম্মাত হযরত আশরাফ আলী থানবী (রহ.) অন্যতম খলিফা হযরত শাহ আবরারুল হক হারদুঈ (রহ.) এর খলিফা এবং ফটিকছড়ি আল জামিয়াতুল কোরআনিয়া তালিমুদ্দীন মাদরাসার সাবেক মুহতামিম ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটাহাজারী মাদরাসার সাবেক সহকারী পরিচালক আল্লামা হাফেজ কাসেম আজ বুধবার চট্টগ্রামে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালের সংবাদে চট্টগ্রামসহ বিভিন্ন মাদরাসায় শোকের ছায়া নেমে আসে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট তালিমুদ্দীন মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের ইন্তেকালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক, সহ-সভাপতি মাওলানা নওফল আহমদ, মাওলানা মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা যোবাইর হোসাইন নেজামী ও মাওলানা মুমিনুল ইসলাম এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফেরাত কামনা করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।