বিনোদন ডেস্ক : পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুটিং-এর আগে কঠোর ডায়েট মেনে চলছেন আমির খান। এরইমধ্যে কয়েক কেজি ওজন ছড়িয়েছেন তিনি। তার ফাঁকে মজা খাবার খেতে ভুলছেন- এমন নয়!
সম্প্রতি স্ত্রী কিরণ রাও-সহ মহারাষ্ট্রের একটি গ্রামে ঘুরতে গিয়েছেন আমির। সেখানে প্রচণ্ড কাঠফাটা রোদে স্থানীয় দোকানে বসে পান করেন আখের রস। সেই ছবি অনলাইন প্রকাশ হতেই ভাইরাল হয়।
মহারাষ্ট্রের গ্রামীণ অঞ্চলের পানি সমস্যা নিয়ে কাজ করছে আমির প্রতিষ্ঠিত পানি ফাউন্ডেশন। এর সংস্থার কাজেই তারা মুম্বাইয়ের বাইরে যান।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে আমির জানান, মঙ্গলবার চলতি পথে জাওয়াদার্জুন গ্রামে আখের রস দেখে থেমেছিলেন তারা।
আরেকটি ছবিতে এই সেলিব্রিটি দম্পতি দোকানি ও তার পরিবারের সঙ্গে পোজ দেন। এ ছাড়া অন্য ছবিতে গ্রামের আরও কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে তাদের দেখা যায়।
সম্প্রতি ‘তুফান আলাইয়া’ শিরোনামের অনুষ্ঠানে মাধুরী দীক্ষিতের সঙ্গে দেখা যায় আমির খানকে। সেখানে রাজ্যের পানি সমস্যার নানা দিক তুলে ধরেন তারা। এ জন্য নায়িকাকে ধন্যবাদ জানান মিস্টার পারফেকশনিস্ট।
আমিরকে সর্বশেষ দেখা গেছে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায়। পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’ নির্মিত হচ্ছে হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’ অনুসারে। অদ্বৈত চন্দনের পরিচালনায় শুটিং শুরু হবে বছরের শেষ দিকে। মুক্তি পাবে ২০২০ সালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।