আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক উষ্ণায়ন এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। গত কয়েক দশকে তাপমাত্রা কতটা বেড়েছে তার আভাস এক সাম্প্রতিক একটি ভিডিওতে কিছুটা হলেও পাওয়া যাচ্ছে।
ভারতের উদ্যোক্তা হর্ষ গোয়েঙ্কার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তার স্কুটারের আসনের উপর কোনো গ্যাস বা চুলা ছাড়াই ভারতীয় খাবার দোসা রান্না করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশের পরপরই ৩০ হাজার বার দেখা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, তামিল ভাষায় মাভু নামে পরিচিত দোসার গোলা ব্যাটার স্কুটারের আসনের ওপর বৃত্তাকারে ছড়িয়ে দিচ্ছেন এক ব্যক্তি। আর অতিরিক্ত তাপমাত্রার কারণে দোসার এক পাশ রান্না হয়ে গেছে।
আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “আমাদের উদ্ভাবনী শক্তির দিকে তাকান! রোদের তাপকে কাজে লাগিয়েই এখন দোসা তৈরি করা যাচ্ছে!”
পোস্টটিতে একজন ব্যবহারকারী “নবায়নযোগ্য শক্তির ব্যবহার” উল্লেখ করে মন্তব্য করেন, “বাহ! জ্বালানির সাশ্রয় সরকারকে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ এবং দাম কমাতে সাহায্য করবে।”
উল্লেখ্য, তাপমাত্রা বৃদ্ধির কারণে রবিবার (৫ জুন) দিল্লির কিছু অংশে পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।