পৃথিবীর বুকে বৈচিত্র্যময় প্রাণীদের সমাহার আমাদের নীল গ্রহটির সৌন্দর্যের মোহনীয়তা বাড়িয়েছে বহু গুণ। এসব প্রাণীদের মধ্যে প্রজাপতিরা তাদের রংবাহারি সৌন্দর্যের জন্য জগৎজুড়ে সমাদৃত। তাদের ডানার বর্ণচ্ছটা মুগ্ধ করে সবাইকে।প্রজাপতি একধরনের পতঙ্গ। এটি লেপিডোপ্টেরা (Lepidoptera) বর্গের অন্তর্ভূক্ত। এদের পাখা, দেহ ও পা বিভিন্ন ধরনের রঙিন আঁশ দিয়ে আবৃত। প্রকৃতিতে এদের গুরুত্ব অপরিসীম।
পরাগায়ন থেকে শুরু করে খাদ্যশৃঙ্খল—সবখানেই এদের ভূমিকা অনস্বীকার্য। কবিতা-সাহিত্য থেকে ইকো-ট্যুরিজম—সবখানে এদের উপস্থিতি উল্লেখযোগ্য। পরিবেশের বিভিন্ন নিয়ামকের (উপাদানের) তাপমাত্রা, আর্দ্রতা, মাটির গুণাগুণ, আলোক তীব্রতা ও উদ্ভিদের উপস্থিতির সামান্য পরিবর্তনের প্রতিও এরা সংবেদনশীল।
পৃথিবীতে প্রায় ১৮ হাজার প্রজাতির বেশি প্রজাপতি আছে। এর মধ্যে ভারতীয় উপমহাদেশে আছে প্রায় ১ হাজার ৫০০ প্রজাতি। প্রাণিবিদ ও প্রজাপতিবিজ্ঞানী অধ্যাপক মনোয়ার হোসেন তুহিনের প্রকাশিত সাম্প্রতিক গবেষণাপত্র অনুযায়ী, বাংলাদেশে ৪২০ প্রজাতির বেশি প্রজাতি রয়েছে।
আইইউসিএন বাংলাদেশের লাল তালিকার তথ্যমতে, বাংলাদেশে প্রজাপতির প্রজাতি সংখ্যা ৩০৫টি। অর্থাৎ প্রতিবছর বাংলাদেশের প্রজাপতির তালিকায় যুক্ত হচ্ছে নতুন নাম। নতুন নতুন অনুসন্ধান প্রতিনিয়ত দিচ্ছে নতুন প্রজাপতির খোঁজ। ফলে আমাদের প্রজাপতির তথ্যভান্ডার ক্রমাগত আরও বৃদ্ধি পাচ্ছে। অনুসন্ধিৎসু বিজ্ঞানী, প্রজাপতিপ্রেমী ও আলোকচিত্রীদের কল্যাণে জানা যাচ্ছে নতুন প্রজাপতিদের সংখ্যা।
সম্প্রতি একটা নতুন প্রজাতির প্রজাপতি খুঁজে পেয়েছেন প্রকৃতিপ্রেমী মো. সুমন। চলতি বছর ২০ অক্টোবর হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে থেকে তিনি চেঞ্জেবল গ্রাস ইয়েলো (Eurema simulatrix) নামে একটা প্রজাপতি রেকর্ড করেছেন। এটি পিরিডে (Pieridae) পরিবারের অন্তর্ভুক্ত। ভারতসহ মায়ানমার, কম্বোডিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের দেখা যায়।
এ ছাড়াও চলতি বছর মার্চে দেশের প্রজাপতির তালিকায় নতুন নাম সংযোজন করেন আরেক প্রকৃতিপ্রেমীর দল—সৈয়দ আব্বাস, শামীম আজাদ ও তানিম হোসেইন। তাঁরা দেশের উত্তর-পূর্ব এলাকার মৌলভীবাজারের মাধবকুণ্ড ইকো পার্ক থেকে রেকর্ড করেন স্পটেড রয়্যাল (Tajuria maculata) নামে একটা প্রজাপতি। এটি লাইসিনেডি (Lycaenidae) পরিবারের অন্তর্ভুক্ত। বৈশ্বিকভাবে ভারত, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এদের দেখা মেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।