জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টকে ৩ লাখ ও লিফ লাউঞ্জ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় রেস্টুরেন্ট দুটিকে এ জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হকের নেতৃত্বে মাওয়া ঘাট সংলগ্ন প্রজেক্ট হিলসা ও পদ্মা সেতু উত্তর টোল প্লাজা সংলগ্ন লিফ লাউঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হক জানান, অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ ও লেবেলহীন খাদ্যপণ্য ব্যবহারের দায়ে দুইটি রেষ্টুরেন্টকে নগদ অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি জানান, জরিমানার পাশাপাশি ভবিষ্যত ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রেস্টুরেন্ট দুটিতে কর্মরত খাদ্যকর্মীদের ফুড সেফটি ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।