আন্তর্জাতিক ডেস্ক : অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে অস্ট্রিয়ান প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভেন ডার ব্যালেনের একটি ছবি।
নিজের ভেরিফায়েড পেজে অস্ট্রিয়ান প্রেসিডেন্ট নিজেই শেয়ার করেছেন ছবিটি। পরে অনেকেই ছবিটি শেয়ার করছেন ফেসবুকে।
ছবিতে দেখা যায়, ভিয়েনার রেলওয়ের স্টেশনে লাগেজ হাতে দাঁড়িয়ে আছেন অস্ট্রিয়ান প্রেসিডেন্ট। মূলত ইতালি যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় ছিলেন তিনি। তার আশপাশে ছিল না কোনো দেহরক্ষী বা প্রটোকল।
হামলার ঝুঁকি এড়ানোর জন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সবসময় দেহরক্ষী থাকেন। কিন্তু অস্ট্রিয়ার প্রেসিডেন্ট সেসবের তোয়াক্কা করেন না। নিজের স্যুটকেস নিজেই বহন করেন।
শুক্রবার (২২ নভেম্বর) ছবিটির সঙ্গে আলেক্সান্ডার ভেন ডার ব্যালেন লিখেছেন, মেরানোতে (ইতালির শহর) যাচ্ছি, ইতালিয়ার প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা ও দেশটির সাউথ টাইরল প্রদেশের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করব। আমরা সাউথ টাইরল প্যাকেজের ৫০ বছর পূর্তি উদযাপন করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।