আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কিডনির অবস্থার অবনতি হয়েছে। তিনি এখনো গভীর কোমায় আছেন। গতকাল বুধবার দিল্লির সেনা হাসপাতালের বুলেটিনে এ কথা জানানো হয়েছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।
গত দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন প্রণব মুখার্জি। গতকাল সেনা হাসপাতালের স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, ফুসফুসে সংক্রমণের চিকিত্সা চলছে। মঙ্গলবারের চেয়ে তার কিডনির অবস্থার (রেনাল প্যারামিটার্স) সামান্য অবনতি হয়েছে। এখনো গভীর কোমায় রয়েছেন উনি।
গত ৯ আগস্ট রাজাজি মার্গের বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরের দিন তাকে নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। ঐ আঘাতের ফলে তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। সে সময় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বের করা হয়। ঐ অস্ত্রোপচারের আগে নিয়মমাফিক শারীরিক পরীক্ষায় তার করোনা-আক্রান্ত হওয়ার বিষয়টিও জানা যায়।
উল্লেখ্য, গত বছরই ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত করা হয় প্রণব মুখার্জিকে। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।