
আন্তর্জাতিক ডেস্ক: গত ২১ দিন ধরে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসারত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শরীর আরো খারাপ হয়েছে। খবর ডয়চে ভেলে’র।
Advertisement
বেশ কয়েকদিন ধরে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গভীর কোমায় আছেন। কিন্তু রোববার রাত থেকে তাঁর শরীর আরো খারাপ হয়েছে। হাসপাতাল জানিয়েছে, তাঁর শরীরের ‘সেপটিক শক’ হয়েছে। রক্তচাপ কমে যাচ্ছে। শরীর যথেষ্ট অক্সিজেন পাচ্ছে না।
এমনিতেই তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে। তাঁর করোনাও হয়েছে। বাথরুমে পড়ে যাওয়ার পর তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। অপারেশন করে তা বের করতে হয়েছে। তাঁর আরো কিছু উপসর্গ দেখা দিয়েছে। তিনি ভেন্টিলেটারে আছেন। হাসাপাতাল থেকে বলা হয়েছে, রোববার থেকে তাঁর শরীর আরো খারাপ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।