বিনোদন ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার পাইকপাড়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। প্রণয়ঘটিত প্রেমকে ঘিরে আত্মঘাতী হলেন এক যুবক ও তাঁর মামি। পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় তাঁরা চৈত্র সংক্রান্তির দিন ভিডিও কলে একে অপরের সঙ্গে কথা বলার সময় আত্মহত্যা করেন বলে দাবি।
আত্মঘাতী মামি-ভাগ্নের প্রেম
জানা গিয়েছে, মামি ও ভাগ্নের মধ্যে দীর্ঘদিন ধরে প্রণয়ঘটিত প্রেম চলছিল। কয়েক বছর আগে ওই মহিলা গাজিতলার এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। তাঁর একটি আড়াই বছরের সন্তানও রয়েছে। স্বামীর বাইক গ্যারেজ থাকলেও তাঁদের দাম্পত্যে বাধা হয়ে দাঁড়ান যুবক, যিনি ওই মহিলার পিসতুতো দেওরের ছেলে।
প্রণয়ঘটিত প্রেমের সূত্রপাত মামির বাড়িতে যাতায়াতের মধ্যেই ঘটে। এরপর ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতেন তাঁরা। পরিবারের সদস্যরা প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। সম্পর্কটি মেনে নিতে পারেনি দুটি পরিবারই।
আত্মহত্যার আগের পরিস্থিতি
যুবক একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তবে গত মাস দুয়েক ধরে কাজ বন্ধ করে মামির সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করেন। তাঁর আয়ের বড় অংশ মামির উপরই ব্যয় করতেন বলে জানা গিয়েছে।
চৈত্র সংক্রান্তির দিন, পৃথকভাবে নিজেদের বাড়িতে বসেই ভিডিও কলে কথা বলতে বলতে আত্মঘাতী হন তাঁরা। পুলিশ এসে তাঁদের মৃতদেহ উদ্ধার করে বজবজ পৌর হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। দুটি মোবাইল বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকায় শোক এবং তদন্ত
এই প্রণয়ঘটিত প্রেম ঘিরে এলাকায় শোকের ছায়া নেমেছে। পরিবার দুটির মধ্যে নেমেছে গভীর দুঃখ ও বিস্ময়। ঘটনার তদন্ত করছে বজবজ থানার পুলিশ। দু’টি মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রণয়ঘটিত প্রেমের পরিণতি হিসেবে দক্ষিণ ২৪ পরগনার পাইকপাড়ায় আত্মহত্যার পথ বেছে নিলেন মামি-ভাগ্নে। পরিবারের অমতে গড়ে ওঠা সম্পর্ক এবং সামাজিক চাপের জেরে এই মর্মান্তিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাঁরা। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাটি গোটা এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং প্রণয়ঘটিত প্রেমের জটিলতা ফের একবার সামনে নিয়ে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।