জুমবাংলা ডেস্ক : যশোরে প্রতারণার অভিযোগে মায়ের বিরুদ্ধে মামলা করেছেন এক মেয়ে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মা ফিরোজার খাতুনের নামে এ মামলা করেছেন শহরের বকচর এলাকার ফিরোজ উদ্দিনের মেয়ে সোনিয়া খাতুন। অভিযুক্ত ফিরোজা খাতুন শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ৩ মার্চ সোনিয়া খাতুন আবর আমিরাতে যান। সেখানে তিনি গৃহকর্মীর কাজ করতেন। বিদেশে থাকাকালে তিনি মায়ের কাছে মোট সাত লাখ টাকা পাঠিয়েছিলেন। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরে আসনে। এরপর তিনি মায়ের কাছে টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। একপর্যায়ে ২০১৮ সালে ফেরত দেবে বলে অঙ্গীকার করে। ২০১৮ সালের বিভিন্ন সময় টাকা ফেরত চাইলে আবারো টালবাহানা শুরু করে। টাকা ফেরত দিতে মেয়ের কাছে ২০১৯ সাল পর্যন্ত সময় চান ফিরোজা খাতুন।
পরবর্তীতে আরো এক বছরের সময় নিলেও তিনি টাকা পরিশোধ করেননি। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি প্রতারণার অভিযোগে আদালতে এ মামলা করেছেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার আব্দুল হালিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।