জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীজাহিদ মালেক এমপি বলেছেন, দেশের প্রতিটি বিভাগী ১০০ শয্যার বার্ন ইউনিটিতে করার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৫ বিভাগের বিষয় অনুমোদন দিয়েছেন একনেক।
শুক্রবার ঝলকাঠির সুগন্ধা নদীতে অগ্নিদগ্ধদের দেখতে সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী জানান, ঝলকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে ৭৬ জনের চিকিৎসা হচ্ছে। ঢাকায় ৫ জনের চিকিৎসা হচ্ছে। তাদের সর্বাত্মক সেবা দেওয়া হবে।
করোনা সংক্রমণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। আগে ১ শতাংশের নিচে ছিল। এখন ২ এ চলে আসছে। ১ দিনেই ৪০০ করোনা রোগী বাড়ছে যা উদ্বেগের। স্বাস্থ্যবিধি মানুন। না হলে ইউরোপের মতো পরিস্থিতি হোক আমরা তা চাই না। বুস্টার ডোজের অ্যাপস আপডেট হলে সবাই পাবে।
লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন বাঁচাতে স্ত্রীকে নিয়ে তিনতলা থেকে লাফ দেন ইউএনও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।