জুমবাংলা ডেস্ক : নগরের কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০-২০ টাকা বেড়েছে। পাশাপাশি পেঁয়াজ, সয়াবিন তেল, ডাল ও চালের দামও বেড়েছে। সবজির বাজার
এতে নাভিশ্বাস উঠেছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতাদের। সবজি বাজার
শুক্রবার (৯ অক্টোবর) বসুন্ধরা বাজার ও খীলক্ষেত্র কাঁচাবাজারে আলু ৪৫ টাকা, বরবটি ৮০ টাকা, বেগুন ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৮০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, শসা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ছোট কচু ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৪০ টাকা, লাউ ৭০ টাকা, মুলা ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৬০ টাকা, শিম ১৫০ টাকা, গাজর ১০০ টাকা, টমেটো ১৫০ টাকা, কাঁচামরিচ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে মাছের দামও বেড়েছে। ৫শ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ ৬০০-১২০০ টাকা, চিংড়ি ৪০০-৬০০ টাকা, পাবদা ৫৫০ টাকা, লইট্যা ১২০-১৩০ টাকা, তেলাপিয়া ১৩০-১৪০ টাকা, রুই ১৭০-২৫০ টাকা, কাতলা ২২০-২৫০ টাকা, কোরাল ৬০০ টাকা, কৈ ৪০০ টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি দরে।
এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১১৫ টাকা, পাকিস্তানি লেয়ার ২৪০ টাকা, সোনালী ২০০ টাকা, দেশি মুরগি ৩৯০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ৭৫০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ফার্মের ডিম ১২০ টাকা নেওয়া হচ্ছে।
এদিকে নতুন করে চালের দাম আরেক দফা বেড়েছে। বাজারে ভালো মানের মোটা চালের কেজি ৫০ টাকা। কেজিপ্রতি ৪ টাকা বেড়েছে। আতপ ৪৫ টাকা, জিরাশাইল ৬০ টাকা, মিনিকেট আতপ ৫২ টাকা, সিদ্ধ ৬০ টাকা, পাইজাম ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটারে ৫-১০ টাকা ও ডালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।