বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : যার পকেটেই ক্যামেরাযুক্ত ফোন আছে, সেই এখন একজন ফটোগ্রাফার। ছবি তুলতে পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। চলার পথে যা কিছুই সুন্দর, কিংবা উত্তেজনার, সেটারই ছবি তুলে রাখা এখন মানুষের অভ্যাসে পরিণতি হয়েছে।
আলোকচিত্র ও আলোকচিত্র শিল্পীদের নিরলস পরিশ্রম ও দায়িত্বের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ১৯ আগস্ট পালন করা হয় ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’।
যুক্তরাষ্ট্রের ফটো প্রিন্টিং জায়ান্ট ম্যাক্স স্পিলম্যানের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, ৯০ শতাংশের বেশি ছবিই এখন তোলা হয় স্মার্টফোন দিয়ে। বাকিগুলো প্রফেশনাল আলোকচিত্রীদের ক্যামেরায় কিংবা ফিল্ম ক্যামেরায় তোলা হয়।
গবেষণায় বলা হয়েছে, ‘মাত্র ৭.৫ শতাংশ ছবি তোলা হয় ডিএসএলআর ক্যামেরায়।’ একই রিসার্চে বলা হয়েছে প্রতি বছর পুরো পৃথিবীতে ১.৮ ট্রিলিয়ন ছবি তোলা হয়। আর মোবাইল ফোন ব্যবহার করে প্রতিদিন তোলা হয় ৪.৭ বিলিয়ন (৪৭০ কোটি) ছবি।
ফটোগ্রাফির গণতন্ত্রীকরণ এবং ছবি প্রকাশের স্বাধীনতা বেড়েছে সোশ্যাল মিডিয়ার কারণে, একথা অস্বীকারের উপায় নেই। ফটোগ্রাফাররা সামাজিক মাধ্যমে ফটোগ্রাফির শক্তি ও সংযোগ বাড়ানোর উদ্দেশ্যে হ্যাশট্যাগ দিয়ে ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে’ লিখে ১৯ আগস্টে তোলা যে কোনো একটি ছবি বা ভিডিও শেয়ার করার জন্য উৎসাহিত করছেন।
১৮৩৯ সাল থেকে প্রচলিত ১৯ আগস্ট দিনটি ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ হিসেবে পালন করা হয়ে আসছে। ফটোগ্রাফি সময়, আবেগ, সংস্কৃতি, ইতিহাসের অনেক মুহূর্তের সত্যতাকে ধারণ করে। বিশ্ব ফটোগ্রাফি দিবস আসলে ফটোগ্রাফিতে জড়িত ব্যক্তিদের নৈপুণ্য এবং দক্ষতার স্বীকৃতি।
সূত্র: আর্টস হাব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।