জুমবাংলা ডেস্ক : রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জীবন-মৃ*ত্যুর সন্ধিক্ষণে থাকা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থার এখনো কোন উন্নতি হয়নি। তাকে এখনো লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
শুক্রবার সকালে তার ডায়ালাইসিস করা হয়েছে। বর্তমানে তার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন এবং বেঁচে থাকতে প্রতিদিনই রক্ত লাগবে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টায় লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাসযন্ত্র) নেয়া সাবেক রাষ্ট্রপতি এরশাদের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে না বলে জানানো হয়।
এদিকে সংসদের বিরোধী দলীয় নেতা এরশাদের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার উদ্যোগ নেন ভাই জিএম কাদেরসহ অন্য নেতারা। এজন্য এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হলেও এরশাদপত্নী রওশনের অমতের কারণে তা সম্ভব হয়নি। পরে সন্ধ্যায় জি এম কাদের জানান, তাকে সিঙ্গাপুরে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই।
প্রসঙ্গত, ২৬ জুন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সংসদের বিরোধী দলীয় নেতা এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৮৯ বছর বয়সী এ রাজনৈতিক নেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।