লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিন লিপস্টিক লাগিয়ে তবেই বাড়ি থেকে বের হন। গাঢ় রঙের লিপস্টিক ছাড়া মন যে ভরে না। তবে সে রঙ গাঢ় হোক বা হালকা, রোজ যদি লিপস্টিক ব্যবহার করেন, তা হলে কিছু নিয়ম মানতেই হবে। না হয় ঠোঁটে কালচে দাগ তো পড়বেই সেই সঙ্গে লিপস্টিকের রাসায়নিক ঠোঁটের ত্বকেরও ক্ষতি করবে।
তবে সব লিপস্টিকের ক্ষেত্রে এই যুক্তি খাটে না। কারো যদি আগে থেকেই ঠোঁটের সমস্যা থাকে, সে ক্ষেত্রে পুরোপুরি লিপস্টিককে দায়ী করা যায় না। তবুও জেনে নিন লিপস্টিক ব্যবহারের আগে কী কী করা জরুরি।
এমন কিছু লিপস্টিক রয়েছে যা ঠোঁটকে শুষ্ক করে তুলতে পারে।
আবার যাদের শুষ্ক ত্বকের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা গুরুতর হয়ে যেতে পারে। তাই শুষ্ক ঠোঁটের সমস্যা থাকলে লিপস্টিক কেনার সময়ে দেখে নেবেন। যেহেতু ঠোঁটের চামড়া খুব পাতলা ও নরম হয়, তাই ভাল মানের কোনো লিপস্টিক ব্যবহার করাই ভালো।
লিপস্টিক কেনার সময় দেখে নিন তার মধ্যে কী কী উপাদান রয়েছে।
কারণ লিপস্টিকের মধ্যে যদি এমন কোনো উপাদান থাকে যাতে আপনার অ্যালার্জি হতে পারে তাহলে সেটা এড়িয়ে চলুন।
লিপস্টিক লাগানোর আগে লিপবাম লাগাতে পারেন। লিপবাম বা লিপ ময়শ্চারাইজার ঠোঁটের ত্বককে নরম ও আর্দ্র রাখবে। বিশেষ করে ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে লিপবাম ব্যবহার করা ভালো।
নিজেকে বিয়ের এক বছরের মধ্যে বিচ্ছেদের ঘোষণা প্রভাবশালী মডেলের
ঠোঁটের গোলাপি আভা ধরে রাখতে সপ্তাহে অন্তত একবার লিপ স্ক্রাব করুন।
এতে ঠোঁটের ওপর জমে থাকা মৃত কোষের স্তর উঠে যাবে। তা ছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে নারকেল তেল বা আমন্ড তেলের মতো কোনো তেল দিয়ে মালিশ করে ঘুমোতে যান। এতে ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে।
সূত্র : আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।