শ্রীলঙ্কার ক্রিকেটে এসেছিলেন দারুণ প্রতিভা নিয়ে। তবে ধূমকেতুর মতো করে আশেন বান্দারার হারিয়ে যেতেও সময় লাগেনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা দূরে চলে গেলেও এখনো দ্বীপরাষ্ট্রটির ঘরোয়া ক্রিকেটে একেবারেই পরিচিত মুখ বান্দারা। তবে ক্রিকেট না, এবারে আশেন বান্দারা শিরোনাম হয়েছেন পুলিশের হাতে গ্রেফতার হয়ে।
গাড়ি পার্কিং-সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশীকে মারধর করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আশেন বান্দারাকে। আক্রমণ করেছেন। পরে তাকে জামিন দেওয়া হয়। তবে এখানেই শেষ হচ্ছে না সবকিছু। আগামী ১২ মার্চ বুধবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বান্দারার।
শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় পিলিয়ানডালার কোলামুন্নায় বান্দারার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। রাস্তা আটকে রেখে দাঁড়িয়ে থাকা গাড়ি নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিবেশীর বাড়িতে ঢুকে ওই ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, ‘শনিবার সন্ধ্যায় এক প্রতিবেশী অভিযোগ করেন যে বান্দারা সমস্যা সৃষ্টি করছিলেন এবং তিনি অন্য কারও বাড়িতে জোর করে প্রবেশ করেছেন। দুজনের মৌখিক বিতর্ক পরে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। শনিবার রাতে তাকে হামলার সন্দেহে গ্রেফতার করা হয় এবং সেদিনই জামিন দেওয়া হয়।’
এ বিষয়ে মন্তব্য করতে বলা হলে, শ্রীলঙ্কা ক্রিকেটের (SLC) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেন, তারা ঘটনাটি সম্পর্কে আরও যাচাই করবেন, তারপর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন। বর্তমানে বান্দারার কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কথাও তুলে ধরেন তিনি। তবে তিনি শ্রীলঙ্কার ন্যাশনাল সুপার লিগে পুলিশ এসসি-এর হয়ে খেলছেন, তাই এই ঘটনার কারণে শ্রীলঙ্কার ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আসতে পারে তার ওপর।
শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ছয়টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন বান্দারা। দুই ফিফটিতে ওয়ানডেতে তার রান ১৪১, টি-টোয়েন্টিতে করেছেন ৯৭ রান। দেশের হয়ে জিতেছেন ২০২২ সালের এশিয়া কাপের শিরোপা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।